বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
ভারতীয় মালয়ালম চলচ্চিত্র অভিনেতা অখিল বিশ্বনাথ মার গেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অখিলকে তার বাড়ির ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অখিলের মা গীতা যখন কাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখন ঘরের ভেতর সন্তানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
অভিনেতা অখিলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা সানাল কুমার শশীধরন ও অভিনেতা জোজু জর্জসহ ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী।

অভিনয়ের বাইরে মোবাইল ফোন মেরামতের কাজ করতেন। কিছুদিন ধরে কাজ বন্ধ করে দিয়েছিলেন। তার বাবা চুঞ্চেরিভালাপিলের বিশ্বনাথন কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। বর্তমানে চিকিৎসাধীন তিনি।
এদিকে অখিলের মৃত্যুতে অভিনেতা মনোজ কুমার এক শোকবার্তায় লিখেছেন, ‘তুমি কী করেছ অখিল?’ পরিচালক সানাল কুমার লিখেছেন, ‘অখিলের আত্মহত্যার খবরটি হৃদয়বিদারক। তিনি অত্যন্ত কষ্টে ভরা জীবন থেকে সিনেমায় এসেছিলেন। মালয়ালম সিনেমায় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ‘চোলা’র মতো একটি সিনেমাই যথেষ্ট ছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সে আত্মহত্যা করেছে। আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি না এই অকাল মৃত্যুর কারণ কী।’
শিশুশিল্পী হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘চোলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি বেশ জনপ্রিয় এবং ব্যবসা সফল হয়েছিল। অসাধারণ গল্প আর অভিনয়ের জন্য সিনেমাটি ২০১৯ সালে রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়া ‘অপারেশন জাভা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ইএইচ/