images

বিনোদন

মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছেন অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি মন্দিরে মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানানের সঙ্গে। 

সামাজিক মাধ্যমে অভিযোগ জানিয়েছেন লিশালিনি। তিনি জানান, মন্দিরে পূজা দেওয়ার সময় পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দিতে দীর্ঘ সময় অপেক্ষা করান। পরে তিনি অফিসের উদ্দেশে যাচ্ছিলেন, তখন পুরোহিত তার গায়ে একটি তীব্র গন্ধযুক্ত তরল ছিটিয়ে দেন। যা ফুলের সুগন্ধযুক্ত ছিল। এরপর পুরোহিত লিশালিনিকে তার পরনের পাঞ্জাবি-স্যুট খুলতে বলেন, যা তিনি অস্বস্তির কারণে করতে পারেননি।

এখানেই শেষ না। লিশালিনির ব্লাউজের ভেতর হাত প্রবেশ করান ওই পুরোহিত। করতে থাকেন হেনস্তা। বিষয়টিকে তিনি আশীর্বাদের অংশ হিসেবে বোঝাতে চাইলেও অভিনেত্রীর ভাষায়, তিনি এর থেকে বড় ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা লিখতে তিনি অক্ষম।

এরইমধ্যে মালয়েশিয়ার পুলিশকে অভিযোগ করছেন লিশালিনি। তদন্তে নেমেছে মুলিশ। অভিযুক্ত পুরোহিতকে খুঁজে বের করার চেষ্টা করছে তারা।