images

বিনোদন

‘গুলি করে ইনসাফ হত্যা করা যায় না’

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

সংগীতশিল্পী তাসরিফ খান মানবিক হৃদয়ের অধিকারী। বিপন্ন মানুষের পাশে দাঁড়ান সবসময়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছুটে বেড়ান ত্রাণসামগ্রী নিয়ে। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার সেসব কার্যক্রম চোখে পড়ে। পাশাপাশি রাজনীতি সচেতনও তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়ও বসে নেই গায়ক। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজের মত। ফেসবুকে এক বাক্যে তিনি লিখেছেন, ‘গুলি করে ইনসাফ হত্যা করা যায় না।’

480448321_1433635994264266_6362943070929518312_n

তাসরিফ ছাড়াও অনেকে প্রতিবাদে সরব হাদিকে গুলি করার ঘটনায়। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে,তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।’ 

গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 
 
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর দিকে ঢাকা মেডিকেলে ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়। শরীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য হাদিকে সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।