আলমগীর কবির
১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
সৌদি আরবের ঐতিহাসিক বন্দর নগরী জেদ্দায় সমাপ্ত হলো পঞ্চম ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবের এই মাইলফলক আসরে সেরা চলচ্চিত্রের মর্যাদা ‘গোল্ডেন ইউসর’ জয় করে নিয়েছে রোহিঙ্গা ভাষায় নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’। জাপানি নির্মাতা আকিও ফুজিমোতোর এই চলচ্চিত্রটি উৎসবের সর্বোচ্চ পুরস্কার জিতে নতুন ইতিহাস তৈরি করেছে।
সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ জেলায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আকিও ফুজিমোতোর হাতে পুরস্কার তুলে দেন একাডেমি পুরস্কার বিজয়ী নির্মাতা ও জুরি প্রধান শন বেকার। বিচারক প্যানেলে আরও ছিলেন প্রখ্যাত নির্মাতা নাদিন লাবাকি এবং অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো ও নাওমি হ্যারিস।
হৃদয়স্পর্শী ‘লস্ট ল্যান্ড’
মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা দুই ভাইবোনের এক মর্মান্তিক ও মানবিক যাত্রার গল্প ‘লস্ট ল্যান্ড’। নয় বছরের সোমিরা ও তার ছোট ভাই শাফি মালয়েশিয়ায় তাদের চাচার কাছে পৌঁছানোর জন্য সাগর ও স্থলপথের এক বিপজ্জনক পথ পাড়ি দেয়। পাচারকারীদের ভয় আর শোষণের মুখে পড়া এই দুই শিশুর জীবনের গল্প সিনেমাটিতে অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে। সিনেমাটির বিশেষত্ব হলো, এর অধিকাংশ অভিনয়শিল্পীই অপেশাদার এবং তাঁরা বাস্তব জীবনে শরণার্থী হিসেবে জীবন যাপন করেছেন।
অন্যান্য বড় পুরস্কার
উৎসবে ‘সিলভার ইউসর’ বা দ্বিতীয় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ফিলিস্তিনি-আমেরিকান নির্মাতা চেরিন ডাবিসের সিনেমা ‘অল দ্যাটস লেফট অফ ইউ’। তিন প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের দীর্ঘ সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি জর্ডানের পক্ষ থেকে অস্কারের দৌড়েও রয়েছে।
এছাড়া উৎসবের সমাপনী দিনে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস অ্যালবা, মার্কিন নির্মাতা ড্যারেন অ্যারোনোফস্কি এবং কিংবদন্তি অভিনেতা অ্যান্থনি হপকিন্সকে। তারা সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।
এক নজরে বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র (গোল্ডেন ইউসর): লস্ট ল্যান্ড (আকিও ফুজিমোতো)
সিলভার ইউসর (ফিচার ফিল্ম): অল দ্যাটস লেফট অফ ইউ (চেরিন ডাবিস)
জুরি প্রাইজ: হিজরা (শাহাদ আমিন)
সেরা পরিচালক: আমির ফাখের এলদিন (ইউনান)
সেরা চিত্রনাট্য: সিরিল আরিস ও বানে ফকিহ (এ স্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড)
সেরা অভিনেতা: জর্জ খাব্বাজ (ইউনান)
সেরা অভিনেত্রী: সেও সু-বিন (দ্য ওয়ার্ল্ড অফ লাভ)
সেরা প্রামাণ্যচিত্র: ইন-আই ইন মোশন (জুলিয়েট বিনোশ)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: কোয়োটস (সাঈদ জাঘা)
দর্শক পছন্দ পুরস্কার (অ-সৌদি চলচ্চিত্র): মাই ফাদার্স সেন্ট (মোহামেদ সিয়াম)
উৎসবের এই আসরটি মধ্যপ্রাচ্যসহ বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলায় পরিণত হয়েছিল, যেখানে বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতির জয়গান ফুটে উঠেছে।
/একেবি/