images

বিনোদন

বিরূপ মন্তব্য মেলাই করেছেন, একটু থামেন: কনকচাঁপা

বিনোদন ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নের দৌড়ে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তবে দলটির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা হয়নি। 

বিএনপির পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণার ছয় দিন পর গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় কাজিপুরবাসী, আসসালামু আলাইকুম। আশাকরি দুর্জনের কথায় কেউ কান দেবেন না। অনেকেই বলে নমিনেশন না পেলে আমার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ! যেদিন নমিনেশন ঘোষণা করা হয়েছে ওইদিনই আমার কন্যা প্রবাস থেকে বেড়াতে আমার কাছে এসেছে। নমিনেশন না পাওয়ায় আমি ভেঙে পড়িনি। আমি আল্লাহর ফয়সালায় বিশ্বাসী এবং দলের নীতিনির্ধারকদের ওপর কথা বলা আমার শিষ্টাচারের মধ্যে পড়ে না।’

konok

পরিবারের সদস্যদের অসুস্থতার কথা উল্লেখ করে গায়িকা আরও লিখেছেন, ‘বাস্তবতা হলো আমার বাসার ১৩ জন সদস্যের মধ্যে ১০ জনই অসুস্থ। কী একটা খাবার অথবা পানি থেকে সবার ফুডপয়জনিং বমি এবং লুজ মোশন হয়েছে। এই মুহূর্তে আমি কাজিপুর দূর পরাস্ত পাশের ঘরেও যেতে পারছি না। মেয়ে এত দিন পরে কাছে এসেছে, তার সাথে গল্পগুজব, রান্না করে খাওয়া কিছুই পারছি না।’ 

সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্যে হতাশা প্রকাশ করে কনকচাঁপা লিখেছেন, ‘আপনারা এই আমাকে কতিপয় মানুষ বিরূপ মন্তব্য মেলাই করেছেন। একটু থামেন। পারলে একটু দোয়া করবেন। আমি কোনো চ্যাপ্টারই ক্লোজ করিনি। সবই আল্লাহর ইচ্ছা।’

1000170452

সংগীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ–১ আসনে দ্বিতীয়বার লড়বেন, এমনটাই শোনা গিয়েছিল। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের কাজীপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরবও হন এই সংগীতশিল্পী। 

ইএইচ/