বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১০:০০ এএম
দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। ভোটে জয় পেতে প্রার্থীরা নানা রকম ইশতেহার দিচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক ইশতেহার নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন, জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রধান সদস্য হামিন আহমেদ।
সোমবার (৮ ডিসেম্বর) হামিন এক পোস্টে লেখেন, ‘জাতীয় নির্বাচন কিছুদিন পরই! সংগীতস্রষ্টা, শিল্পী ও সংগীতপ্রেমীরা জানতে চান―ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক ও সংগীতভিত্তিক ইশতেহার কী?’
স্বাধীনতার পর রাজনৈতিক দলগুলো সংগীতকে নির্বাচনী ইশতেহারে কখনও জায়গা দেয়নি উল্লেখ করে তিনি লেখেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল সংগীত নিয়ে তাদের পরিকল্পনা ঘোষণা করেনি―অন্য সবকিছু নিয়ে করেছে, কিন্তু সংগীত নিয়ে নয়। আমরা জানতে চাই। সব রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।’

ওই পোস্টের মন্তব্যের ঘরে হামিন লিখেছেন, ‘শুধু কথায় হবে না, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কি মনে হয়, বাংলাদেশের কত কোটি মানুষ গান ভালোবাসেন? ১৮ কোটি মানুষের মধ্যে ২, ৩ বা ৪ কোটি, নাকি আরও বেশি? এটা একটা বিশাল সংখ্যক তরুণ, ব্যবসায়ী ও প্রবীণ মানুষ, যারা গান ভালোবাসেন এবং নিয়মিত গান শোনেন, তাই তো?’
সবশেষে তিনি লেখেন, ‘আমরা যদি বলি, সংস্কৃতি ও সংগীত নিয়ে দলগুলো তাদের পরিকল্পনা ঘোষণা করুক, নয়তো ভোট দেব না আমরা। কিংবা যে দল স্পষ্ট পরিকল্পনা জানাবে, আমরা সবাই তাকে ভোট দেব―তাহলে কী হবে? সবারই তো ভোটের প্রয়োজন। এটাই আমাদের, নাগরিকদের ক্ষমতা, এই ক্ষমতা ব্যবহার করুন।’
ইএইচ/