বিনোদন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
দেবমাল্যের সঙ্গে মধুমিতা সরকারের প্রেমের কথা টলিউডে কারু অজানা না। বছর পাঁচের বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। গত মার্চের মাঝামাঝি সময়ে অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা। এবার বিয়ে দিনক্ষণ এবং কোথায় বসবে বিয়ের আসর তাও জানালেন মধুমিতা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে।

রিসেপশন হবে ২৫ জানুয়ারি। সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদন দুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। ছোটপর্দার সৌরভ চক্রবর্তীর সঙ্গে বাঁধা পড়েছিলেন সাতপাকে। তবে সে সংসার টেকেনি। প্রেম করে বিয়ে করলেও তা ভেঙে যায় অশান্তির হানায়।

এরপরই দেবমাল্যের সঙ্গে জড়ান মধুমিতা। তাকে নিয়ে মধুমিতা লিখেছিলেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়। তখন আমাদের এত যোগাযোগ ছিল না। এরপর কিছু মাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর সিনেমা যাত্রা শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’সহ একগুচ্ছ সিনেমাতে অভিনয় করেছেন।
ইএইচ/