বিনোদন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
দীর্ঘদিন ধরে ঢালিউডকে অক্সিজেন যোগাচ্ছেন সুপারস্টার শাকিব খান। বর্ষীয়ান থেকে অনুজপ্রতীম অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। রায়হান রাফী তাদের একজন। কিং খানের নতুন ইনিংসের দুটি সিনেমা রাফীর নির্দেশনায়। ফলে অভিনয়ের প্রতি শাকিবের দরদ সম্পর্কে অনেকটাই অবগত এ নির্মাতা।
ভারতীয় সংবাদমাধ্যমকে শাকিবকে নিয়ে দুটি ঘটনা ভাগ করে নিয়েছেন রাফী। তিনি বলেন, টানা শুটিং চলছে। শাকিব ভাইয়ের রক্তচাপ বেড়ে গেছে। অভিনেতা কাউকে জানাননি। আমিও তাকে দিয়ে শুটিং করিয়েছি। শট শেষে জানতে পারলাম সব। শাকিব ভাই হাসতে হাসতে জানিয়েছিলেন, তিনিই চেপে রেখেছিলেন বিষয়টি। না হলে শুটিং বাতিল হয়ে যেত।”
পরের ঘটনায় রাফী জানান, দুই সপ্তাহে ১২ কেজি ওজন কমাতে বলেছিলেন পরিচালক। ঠিক দুই সপ্তাহের মাথায় শাকিব ওজন কমিয়েছিলেন।
শাকিবকে নিয়ে রাফীর মন্তব্য, “শাকিব ভাই পরিচালকদের সঙ্গে মিশে যেতে জানেন। নিজেকে সমসাময়িক রাখতে জানেন। অসম্ভব পরিশ্রম করতে জানেন। দরকারে অভিনয়ের জন্য প্রাণ দিতেও পারেন।”
বর্তমানে শাকিব ব্যস্ত একাধিক ছবি নিয়ে। এরমধ্যে দুটি হলো সোলজার ও প্রিন্স। দুটীর পরিচালক যথাক্রমে সাকিব ফাহাদ ও আবু হায়াত মাহমুদ।