images

বিনোদন

মুশফিকুল আনসারীর কথায় প্রত্যয় খানের ‘আমি কিছু বলিনি’

বিনোদন ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

কণ্ঠশিল্পী প্রত্যয় খান প্রকাশ করেছেন নতুন গান ‘আমি কিছু বলিনি’। গতকাল ৭ নভেম্বর বিকেল থেকে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি দেখা যাচ্ছে। এটি লিখেছেন মেক্সিকোর বাংলাদেশি দূত মুশফিকুল ফজল আনসারী।

গানটির সুর করেছেন এহসান রাহী, সংগীত করেছেন প্রত্যয় খান। গানটিতে প্রত্যয়ের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন সুস্মিতা শারমিন, পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

প্রত্যয় বলেন, ‘মুশফিকুল ফজল আনসারী ভাই দারুণ লেখেন। তার কথার মধ্যে অন্যরকম এক শব্দ গাঁথুনী থাকে। রাহী ভাইয়ের সুরে গানটি শোনার পরই ভালো লেগেছিল। চেষ্টা করেছি কথা ও সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগীতায়োজন করতে।’

তিনি আরও বলেন, ‘যারা শুনেছেন, ভালোই বলছেন। ইউটিউবে মন্তব্যের ঘরে পজেটিভ কথাও বলছেন।’