images

বিনোদন

আফ্রিদির সঙ্গে প্রেম, আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন সেই নায়িকা 

বিনোদন ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

পাকিস্তানের সাবেক শহীদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী আরশি খান। এ সম্পর্ক তাকে অন্তঃসত্ত্বা বানিয়েছিল বলেও দাবি করেছিলেন। এবার তিনি বিয়ে করছেন আফগান ক্রিকেটারকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, আফগান ক্রিকেটার আফতাব আলমের সঙ্গে মন দেওয়া নেওয়া সম্পন্ন আরশির। অপেক্ষা শুধু কাগজ-কলমে বাঁধা পড়ার। এবার সেই আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন অভিনেত্রী।

আরশি প্রথম আলোচনায় আসেন ২০১৫ সালে। সে বছর সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্কের কথা জানান তিনি।  আফ্রিদির সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলেও দাবি করেন। বিষয়টি নিয়ে তুমুল চর্চা হয়। যদিও আফ্রিদি কখনও স্বীকার করেননি।

এবার আফগান ক্রিকেটার আফতাব আলমকে বিয়ের প্রস্তুতি নিয়েছেন আরশি। ঘনিষ্ঠ সূত্র জানায়, আরশি এবং আফতাব বেশ কিছুদিন ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন এবং তারা তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে।

একাধারে অভিনেত্রী ও মডেল আরশি। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও আছে পরিচিতি। বেশকিছু সিরিয়ালে দেখা গেছে তাকে। দ্য লাস্ট এমপারর নামে একটি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। হাজির হয়েছিলেন সালমান খানের বিগ বসেও।