images

বিনোদন

সন্তান জন্মদানের সময় মারা গেলেন জনপ্রিয় ইউটিউবার

বিনোদন ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম

সন্তান জন্মদানের সময় মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর পেয়ারি মরিয়ম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। মরিয়মের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী আহসান আলী।  

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মারিয়াম তাঁর যমজ সন্তান প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুর্ভাগ্যবশত, বাচ্চা প্রসব জটিলতার কারণে হাঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও সন্তান জন্মদানের সময় মারা যান তিনি। তবে, তাঁর যমজ সন্তানরা বেঁচে আছে। 

pyari-maryam

এদিকে মরিয়ামের মৃত্যুর পর তার বাচ্চাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এক পোস্টে বলা হয়েছে, ‘আল্লাহর রহমতে আমাদের দুই ছেলে সম্পূর্ণ সুস্থ আছে। অনুগ্রহ করে গুজব থেকে দূরে থাকুন এবং আমাদের প্রিয় মারিয়ামের জন্য দোয়া করুন।’

এদিকে ইনফ্লুয়েন্সার মরিয়মের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে। ইনফ্লুয়েন্সার ফাতিমা জাফরি সহকর্মী মরিয়মের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি জানিয়েছেন, সন্তান প্রসবের কিছুক্ষণ পরই মৃত্যু হয়েছে মরিয়মের। তাকে ক্ষমার জন্য বলেছেন এবং নারীদের অন্তঃসত্ত্বা কতটা নাজুক ও গুরুত্বপূর্ণ হতে পারে, তা সবাইকে বোঝার আহ্বানও জানিয়েছেন।

ইএইচ/