images

বিনোদন

হাতে মেহেদি, বিয়ের গুঞ্জন কনার

বিনোদন প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

সামাজিক মাধ্যমে নিজের মেহেদি রাঙা হাতের ছবি প্রকাশ করতেই গুঞ্জন ছড়ায় বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। হাতের ছবি তারই আভাস। 

সংসার ভাঙল কণ্ঠশিল্পী কনার

তবে বিষয়টি খোলাসা না করে রহস্য জমিয়ে রেখেছেন গায়িকা। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য। সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।’ এতে স্পষ্ট, সময় নিচ্ছেন গায়িকা। 

499506663_1292154025604254_6778918781878889995_n

আজ বৃহস্পতিবার ফেসবুকে মেহেদি রাঙা হাতের ছবি প্রকাশ কনা লেখেন,  ‘আমার হাতে মেহেন্দি...’। এরপরই মন্তব্যের ঘরে ওঠে ঝড়। কেউ জানতে চাইছেন, নতুন করে বাঁধছেন ঘর? কারও প্রশ্ন, কে সেই পাত্র? অনেকে উত্তরের তোয়াক্কা না করে-ই জানাচ্ছেন শুভকামনা।

চলতি বছর স্বামী মো. ইফতেখার গহীনের সঙ্গে বিচ্ছেদ হয় কনার। ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তারা। ছয় বছর সংসারও করেন। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দেন কনা।

594072068_1455413219278333_1919502378620386724_n

সেসময় গুঞ্জন ওঠে পরকীয়ার বলি কনার সংসার। তিনি মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। সেসময় শোনা গিয়েছিল, শিগগির তারা বিয়েও করবেন। অনেকের ধারণা তারই সঙ্গে গোপনে সেরেছেন বিয়ে। মেহেদির ছবি পোস্ট করে জানান দিলেন গায়িকা! তবে কনা মুখ না খোলায় কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আরআর