বিনোদন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
রবি শঙ্কর কন্যা আনুষ্কা শঙ্কর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীতজ্ঞ। একাধিকবার গ্র্যামি মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি তার সঙ্গে ঘটেছে অতি অপ্রত্যাশিত ঘটনা। ভারতীয় বিমানে যাত্রাকালে তার সাধের সেতার ভেঙে দুই টুকরো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন ক্ষুব্ধ আনুষ্কা। সেখানে সেতার ভাঙার খবর জানিয়ে তিনি বলেন, “এই দেশ সংগীত ও সংস্কৃতির দেশ। অথচ সেখানেই এই দুর্ঘটনা ঘটল। এই প্রথমবার আমি এয়ার ইন্ডিয়ায় বিমানে যাত্রা করলাম। আর প্রথমবারেই আমার এমন অভিজ্ঞতা হল। আমি সত্যিই খুব ভেঙে পড়েছি। আমার প্রায় সতেরো বছরের কেরিয়ার। এত বছরে আমার সঙ্গে কখনও এমনটা ঘটেনি। কখনও আমার কোনও বাদ্যযন্ত্রর এভাবে ক্ষতি হয়নি।”
সেতার বহনের জন্য অতিরিক্ত অর্থ দিয়েছিলেন ভারতীয় বিমান সংস্থাকে। তাতেও হয়নি শেষ রক্ষা। আমানত রক্ষা করতে পারেনি প্রতিষ্ঠানটি। আহত আনুষ্কা বলেন, অতিরিক্ত খরচ করা হয়েছিল আমার এই সফরে। স্পেশাল হ্যান্ডলিং চার্জ দেওয়া হয়েছিল যাতে আমার সেতারটি সঠিকভাবে গন্তব্যে পৌঁছয়। কিন্তু সেই খরচ নেওয়ার পরও এয়ার ইন্ডিয়ার তরফে এমন গাফিলতি কীভাবে দেখানো হলো?”
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। এয়ার ইন্ডিয়ার এই ধরনের দায় সারা আচরণের জন্য আমার প্রাণের প্রিয় সেতারটি ভেঙে গিয়েছে। এটা শুধুমাত্র অবহেলার ফল।’
সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে আনুষ্কার ঘটনা। তার পোস্টে মন্তব্য করেছেন জাকির খান থেকে বিশাল দাদলানি। ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।