বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র অভিনীত শেষ সিনেমা ‘ইক্কিস’ মুক্তির আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তাঁর শেষ চলচ্চিত্রকে ঘিরে দর্শক মহলে শোক ও আগ্রহ দুটোই বেড়েছে। ছবিটি পরিচালনা করেছেন ‘অন্ধাধুন’ খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবন।
১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘ইক্কিস’। যা বসন্তর যুদ্ধ (Battle of Basantar) নামে পরিচিত। এ সিনেমায় ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরম বীর চক্র (পিভিসি) প্রাপ্ত সর্বকনিষ্ঠ সৈনিক ও সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবন কাহিনি তুলে ধরা হয়েছে।

শহিদ অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে। অন্যদিকে ২১ বছর বয়সে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করা অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
ছবির পোস্টার ও ট্রেলার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। পিতা-পুত্রের সম্পর্ক এবং দেশের প্রতি তাঁদের কর্তব্যবোধ সিনেমাপ্রেমীদের আন্দোলিত করেছে। ছবির ট্যাগলাইন বাবারা ছেলেদের লালন-পালন করেন, মহান মানুষরা দেশকে লালন-পালন করেন।
ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিস’ আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে ভারত জুড়ে মুক্তি পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।
ইএইচ/