images

বিনোদন

ধর্মেন্দ্রর মৃত্যুতে অশ্রুসিক্ত বলিউড তারকারা

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

দীর্ঘদিন অসুস্থতার পর ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
 
অভিনেতার মৃত্যুতে বলিউড তারকারা শোকাহত। আমির খান, সালমান খান, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনসহ অনেকেই কিংবদন্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে এক শোকবার্তায় করণ জোহর লিখেছেন, ‘ধর্মেন্দ্রর মৃত্যুতে একটি যুগের সমাপ্তি হয়েছে। তিনি চিরকাল ভারতীয় সিনেমার একজন কিংবদন্তী হয়ে থাকবেন। সিনেমা ইতিহাসের পাতায় সব কিছুর ঊর্ধ্বে। তিনি ছিলেন মাহাৎ মনের মানুষ। আমাদের ইন্ডাস্ট্রির সকলে তাকে অত্যন্ত ভালোবাসতেন। তাঁর আশীর্বাদ, ভালোবাসা ও শ্রদ্ধার কথা ভাষায় প্রকাশ করা যায় না।’

deccanherald_import_sites_dh_files_article_images_2016_02_16_529217

অভিনেত্রী কাজল বিশেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘একজন প্রকৃত ভালো মানুষ চলে গেলেন। কেন যানি মনে হচ্ছে আমরা কেবল ভালো মানুষদেরই হারাচ্ছি। তিনি হৃদয়ের দিক থেকে অত্যন্ত দয়ালু ছিলেন এবং সবসময় ভালোবাসার পাত্র ছিলেন। শান্তিতে থাকুন ধৰ্মজি। সব সময় ভালোবাসা।’ 

অক্ষয় কুমারের মর্মস্পর্শী পোস্টে লিখেছেন, “বড় হওয়ার সময় ধর্মেন্দ্র ছিলেন এমন এক নায়ক, যাকে দেখে প্রতিটি ছেলে তার মতো হতে চাইত। তিনি আমাদের ইন্ডাস্ট্রির আসল হি-ম্যান। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার চলচ্চিত্র এবং আপনি যে ভালোবাসা ছড়িয়েছেন তার মাধ্যমে আপনি অমর হয়ে থাকবেন। ওঁ শান্তি।”

 maxresdefault

সুনীল শেট্টি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “শালীনতার মোড়কে শক্তি। উষ্ণতার মোড়কে তারকাখ্যাতি। বিশুদ্ধ হৃদয়ের মোড়কে বীরত্ব। এটাই ধর্ম পাজির উত্তরাধিকার। গোটা বিশ্বের কাছে তিনি ছিলেন ‘হি-ম্যান’ (শক্তিশালী পুরুষ)। আর যারা তাঁকে চিনতেন, তাঁদের কাছে তিনি ছিলেন নিছক ভালোবাসার মানুষ। শান্তিতে থাকুন ধর্ম পাজি।” 

দক্ষিণী অভিনেতা জুনিয়ার এনটিআর এক শোকবার্তায় লিখেছেন, “ধর্মেন্দ্র জির প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর অভাব কখনও পূরণ হওয়ার নয় এবং ভারতীয় সিনেমায় তিনি যে জোয়ার এনেছিলেন তা চিরকাল আমাদের স্মরণ থাকবে। তাঁর পরিবারের সকলের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল।”

শেষকৃত্যে অনুষ্ঠানে যোগ দিতে ইতোমাধ্যেই আমির খান, সালমান খান, অক্ষয় কুমার পবন হংস শ্মশানে উপস্থিত হয়েছেন। 

ইএইচ/