বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
পুরস্কার ও প্রশংসায় ভর্তি দক্ষিণী তারকা রাম চরণের ঝুলি। তবে তার স্ত্রী উপাসনা কামিনেনীর বেলায় হলো উল্টো। সম্প্রতি ডিম্বাণু সংরক্ষণ ইস্যুতে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি আইআইটি হায়দরাবাদে একটি সভায় যোগ দেন উপাসনা। সেখানে প্রশ্ন করেন, কারা কারা বিয়ে করতে চান? তারকাপত্নী বলেন, ‘‘আমি দেখলাম ঘরে উপস্থিত নারীদের তুলনায় ছেলেদের হাতের সংখ্যা বেশি। অর্থাৎ দেশ বদলাচ্ছে। এটা অগ্রগতির লক্ষণ।’’ সেই প্রসঙ্গে উপাসনা বলেন, ‘‘নারীরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি। ’’
উপাসনা যুক্তি দেন নারীরা নিজেরাই নিজেদের চলাতে পারবেন। বিয়ে সন্তানের ব্যাপারে নিতে পারবেন মতামত। তবে বিষয়টি ভালোভাবে নেননি অনেকে। উপাসনার ডিম্বাণু সংরক্ষণের অনুরোধকে ব্যবসা বলে উল্লেখ করেছেন তারা।
অনেকের দাবি, উপাসনা এখানে এক বেসরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মতো কথা বলছেন। কেউ লিখেছেন, ‘‘উনি আসলে ‘আইভিএফ’ বিক্রি করতে এসেছেন।’’ কারও মতে, ‘‘ত্রিশ বছর বয়সের পর নারীদের গর্ভপাতের বিষয়টি একেবারেই উপেক্ষা করলেন। ডিম্বাণু সংরক্ষণ করলেই তা সম্পূর্ণ সফল হবে, এমন নয়।’তবে এ নিয়ে মুখ খোলেননি উপাসনা।