images

বিনোদন

বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নেই তারকাদের কেউ 

বিনোদন ডেস্ক

০৩ নভেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। সেই অনুযায়ী দেশের রাজনৈতিক দলগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। আজ সোমবার দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

এদিকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা। মনোনয়ন প্রত্যাশীও ছিলেন কয়েকজন। তবে প্রাথমিক বাছাইয়ে তারকাদের কারও ভাগ্যে জোটেনি দলের টিকিট। 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান এবং বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চলচ্চিত্র অভিনয়শিল্পী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তবে মনোনয়ন প্রাপ্তদের প্রাথমিক বাছাইয়ে নাম আসেনি কারও।

২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল বেবী নাজনীনকে। এবার আসনটিতে টিকিট দেওয়া হয়েছে মো. আব্দুল গফুর সরকারকে। গুঞ্জন ছিল সিরাজগঞ্জ–১ আসনে দ্বিতীয়বার বিএনপির পক্ষে টিকিট পেতে পারেন কনকচাঁপা। তবে আসনটিতে এখনও কাউকে ঘোষণা করা হয়নি।

শোনা যাচ্ছিল, ঝিনাইদহ–৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে মনির খানের। তবে সেরকমটি হয়নি। সেখানে দেওয়া হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। মনোনয়ন নিয়ে চিত্রনায়ক উজ্জ্বলের নিজস্ব চাওয়া ছিল না। দলের ওপর ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু দলীয় টিকিটপ্রাপ্তদের মধ্যে নেই তার নামও।

এর আগে আলোচনায় ছিল সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্‌সি, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানুর নাম। তবে তাদের কাউকেও পাওয়া যায়নি মনোনয়নপ্রাপ্তদের তালিকায়।