images

বিনোদন

যে কারণে চারদিন আগে জন্মদিন পালন করলেন পরীমণি

বিনোদন ডেস্ক

২১ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম

পরীমণির জন্মদিন ঘিরে বার্ষিক উৎসবে পরিণত হয়। বিশেষ দিনকে উদযাপন করতে পরিকল্পনার শেষ নেই অভিনেত্রীর। আগামী ২৪ অক্টোবর তাঁর জন্মদিন। জন্মদিনের চারদিন আগেই উদযাপন করে ফেললেন নায়িকা। 

আজ মঙ্গলবার জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন পরীমণি। পোস্টে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল (সোমবার) রাতেই উদযাপন করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’ 

568154585_1408964700590288_7989077046961449305_n

এরপর তিনি যোগ করেন, ‘অর্ক-এর সঙ্গে আমার পরিচয় কাজের সুবাদে। অর্ক মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝেমধ্যে খাবারদাবার আদান প্রদান হয় আমাদের। দিন দিন ও খুব আহ্লাদি হয়ে যায় আমার কাছে। ভাইয়ের মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’ 

সবশেষে পরী লিখেছেন, ‘আমি এতো খুশি হয়ে গেছিরে অর্ক! আমি সারাজীবন তোঁদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। ধন্যবাদ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।’

569409315_1408964740590284_1365622330606988384_n

এদিন পরী মণির জন্মদিনের আয়োজনে নির্মাতা চয়নিকা চৌধুরী ছাড়াও আরও অনেকে অতিথি ছিলেন।

ইএইচ/