images

বিনোদন

ইসলামের টানে অভিনয় ছেড়েছিলেন, বিয়ে করলেন সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

১৮ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম

‘দঙ্গল’ সিনেমা দিয়ে সবার মন জয় করেছিলেন জায়রা ওয়াসিম। তবে ক্যারিয়ার দীর্ঘায়িত করেননি। দুটি হিট ছবি ঝলিতে এলেও ধর্মের টানে বলিউড ছেড়ে দেন এ অভিনেত্রী। এবার বসলেন বিয়ের পিঁড়িতে। ভারতীইয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সামাজিক মাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন বিয়ের খবর। এক ছবিতে দেখা গেছে, পরনে লাল রঙের বিয়ের পোশাক। বর বেছে নিয়েছিলেন ঘিয়ে রং। কিন্তু দু’জনেই দাঁড়িয়ে রয়েছেন পেছন ফিরে। 

অন্য এক ছবিতে দেখা যাচ্ছে, মেহেদি পরা নববধূর হাত। বিয়ের কাগজে সই করছেন। ক্যাপশনে লিখেছেন, “কবুল হ্যায়।” জ়ায়রাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। তবে কাকে বিয়ে করেছেন তা প্রকাশ্যে আনেননি প্রাক্তন অভিনেত্রী।

২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে আচমকা অভিনয় ছাড়ার কথা ঘোষণা দেন জায়রা। 

এক বিবৃতিতে লেখেন, “অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মূহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয়, ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে।… তাই আমি বিদায় নিচ্ছি অভিনয় থেকে।”