images

বিনোদন

জাভেদ হাবিব ও পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২০ মামলা

বিনোদন ডেস্ক

০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম

ভারতের তারকা হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে উঠেছে কোটি রুপি প্রতারণার অভিযোগ। তার ও পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা হয়েছে ২০টি মামলা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

জানা গেছে, দেড় শর বেশি মানুষের থেকে কোটি রুপি আর্থিক প্রতারণার অভিযোগে জাভেদ ও পরিবারের বিরুদ্ধে রুজু ২০টি মামলা রুজু হয়েছে। এরইমধ্য সম্ভাল পুলিস এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব ও তার ছেলে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে ৫০ থেকে ৭৫ শতাংশ মুনাফার আশ্বাস দিয়েছিলেন। নেপথ্যে ছিল একটি সংস্থা। সেই সংস্থার সঙ্গে জড়িত জাভেদ হাবিবের স্ত্রী নিজেও। হাবিব ও তার পরিবার যাতে দেশ ছাড়তে না পারেন তার জন্য তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে। ইতিমধ্যেই তাদের সম্পত্তি সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা শুরু করেছে। খুব তাড়াতাড়ি জাভেদ হাবিবের দিল্লি ও মুম্বইয়ের সম্পত্তি পরিদর্শন করবে বলে জানা যাচ্ছে।

ভারতীয় পুলিশ আরও জানিয়েছে, এক অনুষ্ঠানে জাভেদ ও তার ছেলে বিনিয়োগকারীদের বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগ করতে বলেন। তাদের কথামতো বিনিয়োগ করেছিলেন সবাই। কিন্তু অর্থ ফেরত দেওয়ার সময় ঘ্নিয়ে আসতেই উধাও হন পিতা-পুত্র।