images

বিনোদন

জুবিনের মৃত্যুর দশ দিন পর শোক প্রকাশ নরেন্দ্র মোদির

বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর দশদিন পেরিয়ে গেলেও এখনও  শোকের মাতন বইছে আসামসহ গোটা ভারত। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। গায়কের মৃত্যুর দশদিন পর নিরবতা ভেঙে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। 

রোববার (২৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় জুবিনের স্মৃতিচারণা করে মোদি বলেন, ‘জুবিনের অকালমৃত্যুতে গোটা দেশের মানুষ শোকাহত। একজন শিল্পী হিসেবে গোতা দেশে তাঁর যে সম্মান ছিল তা সত্যিই চোখে পড়ার মতো। আসামের রাজপুত্র খ্যাত সংগীতশিল্পীর নিজের সংস্কৃতির সঙ্গে ছিল এক নিবিড় যোগাযোগ। জুবিন অনন্তকাল আমাদের মনে, আমাদের স্মৃতিতে জীবিত থাকবেন। তাঁর গান আগামী প্রজন্মকেও মুগ্ধ করবে।’ 

jubben_gg
 
গেল ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ে নেমে অনন্তলোকে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানে স্কুবা ড্রাইভিংয়ে করার সময় আহত হয়ে প্রাণ হারান জুবিন।  

গত ২৩ সেপ্টেম্বর, গুয়াহাটির কামারকুচি এনসি গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সোনাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। তিনি একাধারে ছিলেন গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবন বদলে যায়। ১৯৯২ সালে অসমিয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন।

ইএইচ/