images

বিনোদন

কী আছে জুবিনের অসমাপ্ত সিনেমার ভাগ্যে? 

বিনোদন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

সদ্য প্রয়াত গায়ক জুবিন গার্গ একজন নির্মাতাও। হাতে ছিল একটি সিনেমা। শেষ করে যেতে পারলেন না। চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। তবে কি মুক্তি পাবে না জুবিনের শেষ সিনেমা? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জুবিনের স্ত্রী গরিমা।

জুবিনের অসমাপ্ত সিনেমার নাম ‘রোই রোই বিনালে’। অল্প কিছু শুটিং বাদ আছে। ছবিটি নিয়ে জুবিনপত্নি জানালেন অসমাপ্ত ‘রোই রোই বিনালে’ শেষ করাই এখন প্রধান কাজ তার। নির্ধারিত দিনে মুক্তির নিশ্চয়তাও দিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে বললেন, “জুবিন এই ছবির বিষয়ে ভীষণই উৎসাহী ছিল। এটা তার শেষ মিউজিক্যাল ছবি। ও এই ছবি নিয়ে অনেক পরিকল্পনা করেছিল। তাই আমরা এখন ওর শেষ না হওয়া এই কাজ শেষ করতে চাই যতটা তাড়াতাড়ি শেষ করতে চাই।”

গেল ২০ সেপ্টেম্বর ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের। তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি। কিন্তু স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।