বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার টিকটকার জান্নাতুল ফেরদৌস টুকটুকিকে কারাগারে আটক রাখার আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদালতে সাংবাদিক আজিজুর রহমান টুটুলের করা মামলায় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। এবং রাষ্ট্র পক্ষ রিমান্ডের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে টুকটুকিকে কারাগারে প্রেরণের নির্দাশনা দেন আদালত।
এর আগে গত ২৩ জুলাই রমনা মডেল থানায় দৈনিক খবরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আজিজুর রহমান টুটুল চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২৮ অগাস্ট মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৬ নং ওয়ার্ড এলাকা থেকে টুকটুকি এবং তার সহযোগী শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। ওই দিনই তাদের তাকে কারাগার পাঠানো হয়।
গত ১৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপপরিদর্শক মোহসীন সরকার টুকটুকির তিন দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামি টুকটুকি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মান সম্মান বিনষ্টকারী, চাঁদা দাবি করে মানুষকে ভয়ভীতি প্রদর্শনকারী এবং সমাজে অশ্লীলতা সৃষ্টি করাই তার নেশা ও পেশা।
ভুক্তভোগী সাংবাদিক মামলার নথিতে উল্লেখ করেন, গত ২৫ ফেব্রুয়ারি রমনার বাসায় অবস্থানকালে সকাল ১০টার দিকে দেখতে পান, খবর মোহাম্মদপুর নামক একটি পেজ থেকে তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ অসত্য তথ্য প্রচার করছে। এরপর তারা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
ইএইচ/