images

বিনোদন

ফের বিয়ে করলেন শবনম ফারিয়া 

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

‎ফের বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

‎আজ ১৯ সেপ্টেম্বর বাদ আসর ঘরোয়া পরিবেশে খেজুর ছিটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর পারিবারিক বন্ধু। 

‎এ প্রসঙ্গে কথা বলতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি শবনম ফারিয়াকে। 

‎এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। সংসার ভেঙ্গে যাওয়ার পর শবনম ফারিয়ার নতুন প্রেম-বিয়ের খবরে আলোচনায় আসেন। তবে এ নিয়ে সেসময় কোনো কথা বলেননি।

‎২০২২ সালের মে মাসে জানা যায়, তিনি জাহিন রহমান নামের একজনকে বিয়ে করেছেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আবারও বিচ্ছেদের খবর ছড়িয় পড়ে। এরপর থেকে একাই ছিলেন শবনম।