বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
ভারতীয় সংগীত অঙ্গনে আবারও শোকের ছায়া। স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন। গায়কের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছে জুবিনের স্ত্রী গরিমা গর্গ।
দীর্ঘ সংগীত জীবনে টলিউড ও বলিউডের বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছে তিনি। বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্য়াংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটি গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল। জানা গেছে, নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
জুবিনের আকস্মিক মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকের বন্যা। জনপ্রিয় সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলী এক শোকবার্তায় লিখেছেন, ‘জুবিন, এখনও বিশ্বাস করতে পারছি না তুমি আর নেই। আমরা একসাথে কত স্মৃতি ভাগ করেছি, কত গান গেয়েছি, কত হাসি ভাগ করেছি। তোমাকে হারানোটা অবাস্তব লাগছে। তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন?

১৯৭২ সালের ১৮ নভেম্বর ভারতের মেঘালয়ের তুরায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জুবিন। তাঁকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ‘রাজপুত্র’ বলা হয়।
জুবিন তামুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং বি. বরোয়াহ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
২০১১ সালে গায়ককে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর ওকব্রুকে আসাম কনভেনশন কর্তৃক বর্ষসেরা অতিথি শিল্পী হিসেবে সম্মানিত করা হয়। ২০২৪ সালে তাঁকে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার (ডি.লিট.) ডিগ্রি প্রদান করে।
ইএইচ/