images

বিনোদন

উত্তরাঞ্চলের প্রথম সিনেপ্লেক্স ‘মধুবন’ বন্ধ হয়ে গেল

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

উত্তরাঞ্চলের প্রথম সিনেপ্লেক্স ‘মধুবন’ বন্ধের ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ১০টা ২১ মিনিটে সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মধুবন সিনেপ্লেক্স কতৃপক্ষ। ২০২১ সালে আধুনিকভাবে হলটি চালু করা হলেও সিনেমা সঙ্কট এবং ক্রমাগত লোকসানের ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

বৃহস্পতিবার রাতে ‘মধুবন সিনেপ্লেক্স বগুড়া’-এর অফিসিশাল ফেসবুকে পোস্টে লিখেছে, প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসা ও সমর্থনে মধুবন সিনেপ্লেক্স ছিল আপনাদের বিনোদন আর আনন্দের ঠিকানা। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে, দর্শক চাহিদা অনুযায়ী সিনেমার অভাব এবং সরকারের এই শিল্পের প্রতি অনীহার কারণে সামান্য দর্শক নিয়ে হল চালানো সম্ভব না।’

modhuban_hall1_bmdb_image

এরপর লিখেছে, ‘অস্বাভাবিক বিদ্যুৎ বিলের চাপ, কর্মচারীদের বেতন, দীর্ঘদিন ধরে টানা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত দর্শকের অভাবসহ নানা বাস্তব কারণে আমরা আমাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের, কারণ সিনেমা হল কেবল একটি ব্যবসা নয়—এটি আমাদের সংস্কৃতি, আবেগ ও একসাথে আনন্দ ভাগাভাগি করার স্থান।’

সবশেষে লিখেছে, ‘আপনাদের পাশে পাওয়াটাই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা কৃতজ্ঞ থাকব প্রতিটি দর্শকের কাছে। যাঁরা আমাদের সঙ্গে ছিলেন। ভালোবাসা রইল সবার প্রতি।’

হলে ভেঙে সেখানে কী বানানো হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি হলের মালিক রোকনুজ্জামান ইউনূস। তিনি বলেন, ‘মধুবন একেবারে বন্ধ রাখছি। সিনেমা হল ভেঙে ওখানে কী বানাব এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি।

ইএইচ/