images

বিনোদন

‘প্রিন্স’-এ শাকিব খানের সঙ্গে হানিয়া আমির! 

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম

এক গুচ্ছ সিনেমার কাজ সুপারস্টার শাকিব খানের হাতে। কোনোটার প্রি-প্রোডাকশন চলছে, কোনোটার ক্যামেরা-লাইট জ্বলে উঠল বলে। আবার কোনোটা নিয়ে চলছে কথা। আলোচনার টেবিলে নির্মিতব্য ছবিগুলোর কোনোটার-ই দাপট কম না। এরমধ্যে একটি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।

গেল ২২ আগস্ট ‘প্রিন্স’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসে। তখন থেকে আলোচনা তুঙ্গে। সেইসঙ্গে কৌতূহল— ‘প্রিন্স’-এ কে হবেন শাকিব খানের নায়িকা। নতুন খবর, ‘প্রিন্স’-এ শাকিব খানের সঙ্গে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র ঢাকা মেইলকে নিশ্চিত করেছে বিষয়টি।

hania_20250504_140926974

সূত্র জানায়, ‘‘প্রিন্স’-এ এতদিন শাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হয়েছিল। কিন্তু এবার ভাবা হচ্ছে হানিয়া আমিরকে। এরইমধ্যে হানিয়া আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কিছু জানাননি। কিছুদিনের মধ্যে তিনি ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সেসময় ‘প্রিন্স’ নিয়ে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করবেন সংশ্লিষ্টদের সঙ্গে।’’ 

এদিকে ‘প্রিন্স’-এর জন্য খোঁজা হচ্ছে নতুন নায়িকাও। নির্মাতার কথানুযায়ী ছবিতে তিন জন নায়িকা থাকবেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সিনেমায় মোট তিনজন নায়িকা থাকবেন। দুটি প্রমিনেন্ট, এবং আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আমরা ফ্রেশ কাউকে লঞ্চ করতে চাচ্ছি; যিনি শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এবং সিনেমার মাধ্যমে ডেভিউ হবে। এতে দর্শক যেমন নতুন কোনো নায়িকা দেখতে পাবেন, তেমনি ইন্ডাস্ট্রিও আরেকজন নতুন আর্টিস্ট পাবে।’

shakib_20250904_192739852

‘প্রিন্স’ পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

আরআর/