images

বিনোদন

‘যতদিন গঙ্গা-পদ্মা বইবে ভারত-বাংলাদেশ একসঙ্গে লড়বে’

বিনোদন ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

আসন্ন দূর্গা পূজার অ্যাকশন থ্রিলার ছবি ‘রক্তবীজ ২’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনার আগুনে ঘি ঢাললেন আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা । বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে অন্তর্জালের মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।   

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। টলিউড তারকা মিমি ও আবীর অপরাধী মুনিরকে খুঁজতে আটঘাট বেঁধে মাঠে নামেন। এর আগে ‘রক্তবীজ’ ছবিতে যেমন টানটান উত্তেজনা ছিল ঠিক তারই রেশ ধরে রেখেছে ‘রক্তবীজ ২’-এর ট্রেলার। সঙ্গে নীল বিকিনিতে আরও একবার নজর কেড়েছেন মিমি। 

mimi_abir_

আবীর-অঙ্কুশের অ্যাকশন চোখের পলক পড়তে দেয় না। ‘রক্তবীজ’ ছবির গল্প আবর্তিত হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে। প্রাক্তন রাষ্ট্রপতির চরিত্রে অভিনয় করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ‘রক্তবীজ ২’-ছবির ট্রেলারেও দেখা গেছে অভিনেতাকে। এছাড়া সুলতানা রহমান চরিত্রে কয়েক ঝলকে নজর কেড়েছেন অভিনেত্রী সীমা বিশ্বাস। শেখ হাসিনার আদলে নির্মিত চরিত্রে নজর কেড়েছেন সীমা। ছবির ট্রেলারে ফুটে উঠেছে ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক, রাজনৈতিক প্রেক্ষাপট।  

নজর কেড়েছেন নুসরাত জাহান। একটি গানের দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে। অ্যাকশন দৃশ্যের পরেই অঙ্কুশকে দেখা গেছে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে রোমাঞ্চে মোজেছেন। এরপর আবীরের কণ্ঠে ভেসে আসে, ‘প্রশ্নটা ভারত বা বাংলাদেশের নয়। সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না। তাঁদের একটায় পরিচয় তারা সন্ত্রাসবাদী।’ ট্রেলারে সমুদ্রের জলরাশি নজর কেড়েছে, আবার কখনও মরভূমির বালুতে আটকে থেকেছে চোখ। 

onkus_

ট্রেলারের শেষভাগে জন্মভূমির মাটি মুষ্টি করে আবীর বলেন, ‘যতদিন গঙ্গ বইবে, পদ্মা বইবে। ভারত-বাংলাদেশ একসঙ্গে লড়বে’। আগামী ২৬ সেপ্টেম্বর আসছে সিনেমা হলে। 

ইএইচ/