বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
‘পিছে তো দেখো, পিছে দেখো’ বলে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানের সেই জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহের ছোট ভাই উমর শাহ মারা গেছেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহমদের ছোট ভাইয়ের মৃত্যুর খবরটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করা হয়েছে।
সোমবার এক পোস্টে আহমদ লেখেন, ‘আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল নক্ষত্র উমর শাহ আল্লাহ তায়ালার কাছে ফিরে গেছেন। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের দোয়াতে আমার ভাই এবং পারিবারকে সামিল রাখুন।’

উমর শাহের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার অনেক তারকা শোক প্রকাশ করেছেন। টিভি উপস্থাপিকা রাবিয়া আনুম শোকবার্তায় লিখেছেন, ‘ইয়া আল্লাহ। এটা অবিশ্বাস্য।’
এদিকে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর ঝালায় সরহাদি লিখেছেন, ‘আহ! এটা সবচেয়ে দুঃখজনক খবর। আল্লাহ যেন তার প্রিয়জনদের এই কষ্ট সহজ করে দেন।’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মোহাম্মদ সিরাজ উমরের সাথে তার সম্পর্ক স্মরণ করে লেখেন, ‘কিছু বন্ধু পরিবার হয়ে ওঠে, তোমাকে হারানো যেন নিজের একটা অংশ হারানোর মতো। আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন।’

আহমদ শাহ সোশ্যাল মিডিয়ায় ‘পাঠান কা বাচ্চা’ নামে পরিচিত। ২০১১ সালের ১২ জুন ডেরা ইসমাইল খান, পাকিস্তানে জন্মগ্রহণ করেন।
তাঁর গোলগাল, মিষ্টি চেহারার জন্য অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা পান। মাত্র ৫ বছর বয়সে এক মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে পাকিস্তানের সবচেয়ে কম বয়সী ইউটিউবার খ্যাতি পান। পাকিস্তানের অন্যতম কনিষ্ঠ ইউটিউবার হিসেবে ইউটিউবের গোল্ড প্লে বাটন অর্জন করেন।
বলে রাখা ভালো, ২০২৩ সালের নভেম্বর মাসে আহমদ শাহ তার ছোট বোন আয়েশাকেও হারান।
ইএইচ/