বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আলিশাকে গ্রেফতার করেছে পাকিস্তানের কেপি প্রদেশের পুলিশ। সামাজিক মাধ্যমে অশ্লীল কনটেন্ট প্রচারণার অভিযোগে তাঁকে দেশটির গুলভার শহর থেকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলিশাকে গ্রেফতারের পর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেছে। টিকটকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অশ্লীল কনটেন্ট পোস্টের মাধ্যমে হাজার হাজার ভিউ সংগ্রহ করছেন। যা তরুণ সমাজের জন্য হুমকি।

আলিশার অনুসারীর সংখ্যা ২১ হাজারের বেশি। এরপরও আলোচনার বাইরে ছিলেন তিনি। সম্প্রতি অশ্লীল কনটেন্ট পোস্টের মাধ্যমে রাতারাতি সাংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। এরপর থেকেই অশ্লীল কনটেন্টের প্রচারণার বিরুদ্ধে অভিযানে মাঠে নামে পাকিস্তানের পুলিশ। অশ্লীল কনটেন্ট প্রচারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাকিস্তানের গুলভার শহর থেকে গ্রেফতার করা হয় এই টিকটকার তারকাকে।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতারের পর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তাঁকে গ্রেফতার করা ন্যায়সংগত নাকি অতিরিক্ত চরমপন্থি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির অনেকে।
আলিশাকে গ্রেফতারের পর অশ্রুসিক্ত চোখে একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে তাকে নিজের ভুল স্বীকার করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থনা করতে দেখা গেছে। একইসঙ্গে জানান, ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না।
ইএইচ/