images

বিনোদন

শাকিবের ছবিতে শাহরুখ-রণবীরের সিনেমার ডিওপি

বিনোদন ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

শাকিব খানের নতুন সিনেমা নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। ধারাবাহিকতা রাখতে পরিচালক-প্রযোজকও থাকেন প্রস্তুত। এই যেমন কিং খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে একের পর এক চমক দিচ্ছে প্রযোজনা সংস্থা। এবার জানা গেল, ছবিটিতে ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের নামী চিত্রগ্রাহক অমিত রায়।

তিনি আগে অ্যানিমাল, ডাংকি, শি, নিশাব্দ, ইশক বিশক, ফিদা, সরকার, দেবা, রান, লাভ আজ কাল ২সহ একাধিক হিট ভারতীয় সিনেমার ভিজ্যুয়াল তৈরি করেছেন।পরিচালক আবু হায়াত মাহমুদ বললেন, ‘বাংলাদেশি সিনেমা এবার এমন ভিজ্যুয়াল পাবে যা আগে কখনও দেখেনি দর্শক। আমরা এখন কাজ শুরুর জন্য অপেক্ষা করছি। সামনে আসছে আরও চমক।’

প্রিন্স সিনেমায় নব্বই দশকের গল্প উঠে আসবে। যেখানে থাকবে এক্সট্রিম অ্যাকশন, ক্রাইম ও আবেগের মিশেল। মুক্তি ধরা হয়েছে ২০২৬ সালের ঈদুল ফিতরে। আর সঙ্গেই সিনেমার ভিজ্যুয়ালস, অ্যাকশন সিকোয়েন্স ও স্টাইলিশ শাকিব খানের লুক দর্শকদের মুগ্ধ করবে বলেই আশা করা হচ্ছে।

এর বাইরে শাকিবের হাতে রয়েছে সোলজার নামের আরও একটি ছবির কাজ। এতে তার বিপরীতে তিনজন নায়িকা থাকছেন। এরমধ্যে সম্ভাব্যদের তালিকায় আছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবির পরিচালক বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ।