বিনোদন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম
সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে গায়ক ও অভিনেতা তাহসান খানকে নিয়ে নতুন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তাহসান-রোজা দম্পতি নাকি বাবা-মা হয়েছেন। এমন দাবিতে সয়লাব ফেসবুক। তবে এই দাবি পুরোটাই ভ্রান্ত বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাহসান। তিনি দাবি করেন, ছবিটি প্রায় তিন বছর পুরনো।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যকে তাহসান বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওঁর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।’
সোশ্যাল মিডিয়ায় এমন গুজবে তিনি বিব্রত বলেও জানিয়েছেন। এদিকে সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী পার করা নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান। রজতজয়ন্তী উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তিনি। ১৯৯৮ সালে অল্টারনেটিভ রক ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন।
বলে রাখা ভালো, চলতি বছরের ৪ জানুয়ারি মাসে রোজা আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ওই সময় গায়ক জানান, চার মাসের পরিচয় বিয়ে করেছেন তিনি।
ইএইচ/