বিনোদন ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ০৯:৫০ এএম
ক্যারিয়ারে বিভিন্ন সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা গেছে টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে কবি হয়ে ধরা দেননি কখনও। এবার সে চরিত্রেই দেখা যাবে। তবে রিল লাইফে নয়। বাস্তবেই কবি পরিচয়ে আত্মপ্রকাশ ঘটছে টলিপাড়ার তুমুল জনপ্রিয় এ নায়িকার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক আগে থেকেই কবিতায় বসবাস ঋতুর। শত ব্যস্ততার মাঝেও কবিতার জন্য সময় রাখেন। ফুটিয়ে তোলেন জীবনের ক্ষত ও আনন্দ। সে কবিতাগুলো এবার বইবন্দি করতে যাচ্ছেন নায়িকা।
ঋতুপর্ণার কবিতার বইয়ের নাম ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’। বইটি ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে। আগামী ৩০ আগস্ট আলিয়াস ফ্রাঁসোতে হবে আনুষ্ঠানিকভাবে এই বইপ্রকাশ অনুষ্ঠান। এই বই অনুবাদ করেছেন ত্রিনাঞ্জন চক্রবর্তী।
এদিকে গতকাল ২৯ আগস্ট মুকিত পেয়েছে ঋতুপর্ণার সিনেমা ‘বেলা’। ছবির নাম ভূমিকায় দেখা গেছে অভিনেত্রীকে। এক স্বাধীনচেতা নারীর গল্প বলা হয়েছে এ ছবিতে।