বিনোদন ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম
সম্পর্কের সুতা কেটে গেলেও শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস বেশ নমনীয়। নিজের প্রক্তন ও সন্তানের স্বামী হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান দিতে ভোলেন না। মাঝে মাঝে দাম্পত্যজীবন নিয়েও করেন স্মৃতিচারণ।
২০২৩ সালে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন অপু। সে সময় সেখানে ছিলেন শাকিব খানও। দু’জনের ঘোরাঘুরির ছবি-ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে শিরোনাম হয়েছিল। এবার এক পডকাস্টে সেসব নিয়েই করলেন স্মৃতিচারণ।
অপু বলেন, ‘মজার স্মৃতি অনেক আছে। একটা মজার স্মৃতি হচ্ছে- সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল, আমি আসতে একটু দেরি করেছিলাম। জয় আইসক্রিম খেতে চেয়েছিল। আমি আইসক্রিম আনতে গিয়েছিলাম। এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি জোরে জোরে বলছিলাম, এই আমাকে নেবে না।’
এরপর যোগ করেন, ‘একটা ভিডিও দেখবেন, আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটা জয়ের বাবা করেছিল। ঘোড়ার যারা রাইড করে, তারা আমাকে পরে ঘোড়ায় উঠিয়ে দেয়। আমি শাকিবকে বললাম, তুমি এইটা কেন করলে, ও বলল যে- ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই। তখন একটু মোটাও ছিলাম। শাকিব বলল, দৌড়াও, মোটাটা একটু কমবে।’
অভিনেত্রীর কথায়, ‘‘শাকিব মাঝে মাঝে ‘মটু মটু’ বলে পঁচাতো, এখন আর বলার সুযোগ নেই। কারণ আমি এখন শুকিয়ে গেছি।’’
পডকাস্টে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নিয়েও ক্ষোভ ঝেড়েছেন এই নায়িকা। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াকে আমি যতটা সাপোর্ট করি, আবার মাঝে মাঝে ততটা কষ্ট লাগে। তারা আমাদেরকে চেনেন না কিন্তু বুলিংটা কেন এত অনর্থক করেন?’