images

বিনোদন

শাহরুখকন্যার জীবনে সালমানের ভাইপো ইন, অমিতাভের নাতি আউট! 

বিনোদন ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পিএম

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার নামটি জুড়ে বসেছিল শাহরুখকন্যা সুহানা খানের সঙ্গে। নৈশ ক্লাব থেকে মান্নাত— দুজনকে একসঙ্গে দেখা যেত। নতুন খবর হচ্ছে, সুহানা নাকি মন তুলে নিয়েছেন অগস্ত্যর থেকে। তার পাশে এখন শোভা পাচ্ছে সালমান খানের ভাইপো।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক পার্টিতে সুহানার সঙ্গে দেখা গেছে সালমানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণ খানকে। দুজনেই নাচে মত্ত ছিলেন। মুহূর্তটি ধারণ করতে ভোলেননি পাপারাজ্জিরা। ভিডিওতে সুহানা-নির্বাণের পাশাপাশি দেখা গেছে আরবাজ় খানের পুত্র আরহান খান এবং সালমানের বোন অর্পিতা খান শর্মাকেও।

এরইমধ্যে বলিউডে নাম লিখিয়েছেন সুহানা। ‘আর্চিজ’ ছবিতে দেখা গেছে তাকে। তবে সিনেমার চেয়ে অগস্ত্যর সঙ্গে মেলামেশার খবরে বেশি উঠে এসেছেন সংবাদে। এবার সালমানের ভাইপোর সঙ্গে ভিডিও দেখে অনেকের প্রশ্নে, তবে কি অগস্ত্য আউট, সালমানের ভাইপো ইন! 

শাহরুখ ব্যস্ত তার আসন্ন সিনেমা কিং নিয়ে। এখানেও দেখা যাবে সুহানাকে।  ‘আর্চিজে’কাঙ্ক্ষিত সাফল্য না আসায় এবার শাহরুখ নিজের ছবিতে রাখছেন কন্যাকে। গুঞ্জন এমনই।