images

বিনোদন

দেব-সানি লিওনের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম

সোশ্যাল মিডিয়ায় কখন কী ভাইরাল হয় তা বোঝাই যায় না। সম্প্রতি টলিউড অভিনেতা দেব ও বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ২০২১ সালে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বের মঞ্চে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল দুই তারকাকে। 

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় চার বছর আগের ভিডিওটি দেব ভক্তদের নস্টালজিয়া করে তুলেছে। নাচের প্রতিযোগিতা অনুষ্ঠানের এক মুহূর্তে পারফর্ম করেন দেব ও সানি। টলি তারকা দেব পরেছিলেন সাদা রঙের কোট-প্যান্ট। আর সানির পরনে ছাই রঙের শিফন শাড়ি। ওই সিজনে বিচারকের আসনে ছিলেন দেব, মোনামি ঘোষ ও মিঠুন চক্রবর্তী।

dev-sunny

দেবের ‘রংবাজ’- সিনেমার গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’ গানের সঙ্গে কোমর দোলান সানি। তারকা জুটির প্রথম পারফর্ম দেখে মুগ্ধ বিচারক মানামি ও মিঠুন। 

এদিকে গত ১৪ আগস্ট আলোর মুখ দেখেছে সিনেমাটি দেব-শুভশ্রী গাঙ্গুলী জুটির বহু আকাঙ্ক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। ২০১৫ সালে সিনেমার কাজ শেষ হলেও গত ১০ বছর ধরে আটকে ছিল।

মুক্তির আগে ‘ধূমকেতু’ অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল। মুক্তির ৫ দিনে সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট আয় ১০.১৬ কোটি রুপি। প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছিল ‘ধূমকেতু’। চতুর্থ দিনে ছবিটি আয় ছিল প্রায় ৩.০২ কোটি রুপি।  

ইএইচ/