বিনোদন ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম
সম্প্রতি জনপ্রিয় ওটিটি সিরিজ ‘স্কুল গ্যাং’ -এর অভিনেত্রী শায়লা সুলতানা সাথী ও আরোহী মিমের মধ্যে জুতা ছুড়াছুঁড়ির ঘটনা ঘটে। ‘স্কুল গ্যাং’সিরিজের শুটিং সেটে হাতাহাতির ঘটনা ঘটে। যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনার এক সপ্তাহ পরে মুখ খুললেন শায়লা সুলতানা সাথী।
রোববার (১৭ আগস্ট) নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন সাথী। ভিডিওতে আরোহী মিমের সঙ্গে ঝামেলার কারণ জানান। তিনি বলেন, ‘আরোহী মিম আমার জুনিয়র। পেশায় ও আমার থেকে ভালো করছে এটা আমাদের দলের জন্য গর্ব। আমি ওর বয়সে অনেক স্ট্রাগল করেছি। আমার বয়স এখন ২৫। আমি দোয়া করি, আমার বয়সে ও জীবনে আরও সফল হবে।’
জুতা ছুড়ে মারার প্রসঙ্গে সাথী বলেন, ‘আমার একটা ১৫ সেকেন্ডের ভয়েস রেকর্ড কে বা কারা ছড়িয়ে দিয়েছে জানি না। সেটা আমার পুরো বক্তব্য না। আমি আমার দলকে বলেছিলাম, আরোহী মিমের কাছে যেমন আমার নামে অভিযোগ আসে তেমনি আমার কাছেও আরোহী মিমের অভিযোগ আসে। পুরো বিষয়টা ওর সঙ্গে ক্লিয়ার করার জন্যই ওইদিন কথা বলতে যাই। কিন্তু ও পুরো বিষয়টা না শুনে আমাকে তুই, তোকারি করে বাজে বাজে কথা বলতে থাকে।
অভিনেত্রী যোগ করেন, ‘পরিস্থিতি গালাগালি এমনকি হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। তখন দলের অন্য সদস্যরা আমাদের থামায়। শুটিং কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। কিন্তু এরপরও মিম আমাকে উদ্দেশ করে জুতা ছুড়ে। একজন সিনিয়রের সঙ্গে এমন আচরণ করায় আমি মেনে নিইনি। ওঁকে লাথিও মেরেছিলাম। বিষয়টা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাইনি। কিন্তু ও এ ঘটনা সবার সামনে প্রকাশ করেছে। এটা আমার, আমার প্রতিষ্ঠানের যেমন অসম্মান, তেমনি ওরও অসম্মান আমি বলব।’
সবশেষে সাথী বলেন, ‘মিম আমাকে বলে আমার দর্শক বোকা। আমি সেটা মানি না। আমি বোকা হতে পারি কিন্তু দর্শক কখনও বোকা হতে পারে না। একজন আর্টিস্ট হিসেবে ভক্তদের উদ্দেশে ওঁর এমন মন্তব্য ও আচরণ আমার কাছে প্রশ্নবিদ্ধ। তারপরও বলছি, এ ঘটনা ঘটানোর জন্য ও একদিন অনুতপ্ত হবে। সে দিন আমার কাছে ক্ষমা চাইলে আমি ওকে মাফ করে দেব।’
ইএইচ/