images

বিনোদন

তাসনিয়া ফারিণ-কেয়া পায়েল-ফারিয়াকে ‘ওভাররেটেড’ বললেন জাহের আলভী 

বিনোদন ডেস্ক

১১ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম

ছোটপর্দায় নিয়মিত জাহের আলভী। উচিত কথায়ও ছাড় দেন না এ অভিনেতা। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময়ও রাখঢাক রাখেন না। এবার তো তাসনিয়া ফারিণ, কেয়া পায়েল, শবনম ফারিয়াকে ‘ওভাররেটেড’ বলে মন্তব্য করলেন জাহের আলভী।

সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন জাহের আলভী। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাহের আলভী। এক পর্যায়ে উপস্থাপিকা কেয়া পায়েলকে নিয়ে মন্তব্য করতে বললে আলভী বলেন, ‘ওভাররেটেড’। তাসনিয়া ফারিণ ও শবনম ফারিয়াকে নিয়েও একই মন্তব্য করেন এ অভিনেতা।

এ সময় তৌকীর আহমেদকে ‘গুড মেকার’, জাহিদ হাসানকে ‘গুড অ্যাক্টর’, মোশাররফ করিমকে ‘লিজেন্ডারি অ্যাক্টর’ বলে উল্লেখ করেন আলভী। পাশাপাশি অপি করিমকে নিজের ‘প্রিয় অভিনেত্রী’, সাবিলা নূরকে ‘ভালো অভিনেত্রী’ বলে বিশেষায়িত করেন।  

বেশ লম্বা সময় ধরে ছোটপর্দায় কাজ করছেন জাহের আলভী। ধীরে ধীরে নাটকের ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন। এখন ছোটপর্দার ব্যস্ত অভিনেতাদের একজন। ২০১৩ সালে অভিনয়ে অভিষেকের পর এক যুগে ৪০০টির বেশি নাটকে অভিনয় করেছেন।