images

বিনোদন

‘মালদ্বীপ-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সং’-এ মেহরীন, সঙ্গে মালদ্বীপের মাইসান

বিনোদন প্রতিবেদক

১০ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পিএম

দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় যে কজন পপ গায়িকা আছেন তাদের মধ্যে অন্যতম মেহরীন মাহমুদ। ভিন্ন ধরনের গায়কী দিয়ে শ্রোতাদের খুব কাছে চলে গেছেন। কণ্ঠের ভিন্নতার মতোই অন্যদের থেকে ভিন্ন তিনি। বিষয়ভিত্তিক গানেও সরব। গেয়েছেন ভিন্ন ভাষায়ও। এবার এ গায়িকা কণ্ঠে তুলেছেন মালদ্বীপ ও বাংলা ভাষায় লেখা একটি গান। 
মালদ্বীপের স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে তৈরি গানটিতে মেহরীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মালদ্বীপের গায়ক মাইসান। গানটির সংগীত করেছেন মালদ্বীপের সংগীত পরিচালক হুসেইন। গানের কথার বাংলা অংশটুকু লিখেছেন শুভ্র।

519594043_1293907665434805_1961817716061473803_n

গানটির পেছনের গল্প জানতে চাইলে ঢাকা মেইলকে মেহরীন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বন্ধুত্ব অনেক বছরের। তাছাড়া আমাদের দেশের অনেকের কর্মস্থল সেখানে। গানটি মালদ্বীপ হাই কমিশনের উদ্যোগে করা। ওনারা চেয়েছিলেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে একটি গান হোক। হাই কমিশন থেকেই যোগাযোগ করা হয় আমার সঙ্গে। এভাবেই যুক্ত হই। গানটি আমার সঙ্গে গেয়েছেন মালদ্বীপের গায়ক মাইসান। খুব মেধাবী গায়ক। বাংলাদেশেও এসেছিলেন এর আগে। মালদ্বীপে তিনি বেশ প্রসিদ্ধ।’ 

মেহরীন বলেন, ‘দুই বন্ধুর গান এটি। বাংলাদেশি বন্ধুকে মালদ্বীপের শিল্পী বন্ধু তার দেশে দাওয়াত দেয়। সেখানে গেলে তাকে মালদ্বীপের বন্ধু বলে, দেখো আমার দেশ কত সুন্দর। উত্তরে বাংলাদেশি বন্ধুটি বলে, আমার দেশ আরও সুন্দর। তোমার এখানে যা যা আছে তার চেয়ে বেশি আছে আমাদের দেশে। তুমিও আমার দেশে এসো। এই বিষয়টিকে উপজীব্য করেই গানটি তৈরি।’ 

500296227_1255424862616419_360945953480315597_n

গায়িকা যোগ করেন, ‘গানের মাধ্যমে ক্যারিয়ারের বিভিন্ন সময় আমি আমার দেশকে তুলে ধরেছি। এই গানেও সেটাই করেছি। তাছাড়া মালদ্বীপ আমার খুব প্রিয় একটি জায়গা। সেখানকার মানুষদের আমি অনেক বছর ধরেই চিনি। তাদের সারল্য আমার খুব ভালো লেগেছে। ওই জায়গা থেকে গানটিতে কণ্ঠ দিয়ে আমি খুব আনন্দিত। প্রকাশের পর বেশ প্রশংসা পাচ্ছি।’ গানটি ৩১ জুলাই ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। 

সবশেষ মেহরীনকে শোনা গেছে ‘খুনসুটি’ নামের একটি গানে। গেল জানুয়ারিতে মুক্তি পায় গানটি। চলতি মাসে আরও একটি গান প্রকাশ পাবে গায়িকার। এর বাইরে উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপিবিডি) নামের একটি সামাজিক সংগঠনের প্রেসিডেন্ট তিনি। এর মাধ্যমে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন গায়িকা।