বিনোদন প্রতিবেদক
১০ আগস্ট ২০২৫, ০১:২২ পিএম
‘পুনর্জন্ম’ দিয়ে একাধিকবার দর্শকদের মুগ্ধ করেছেন ভিকি জাহেদ-আফরান নিশো। ফলস্বরুপ তাদের নতুন কাজ ‘আকা’ নিয়ে মুখিয়ে ছিলেন দর্শক। আজ রোববার প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির ফার্স্ট লুক। এটি যেন নিশো ভক্তদের উন্মাদনা আরও উসকে দিয়েছে।
‘আকা’র পোস্টারে দুই লুকে দেখা গেছে নিশোকে। দুই ছবিতেই অভিনেতার অবয়বের অর্ধেকটা প্রকাশ করা হয়েছে। ওই জায়গা থেকে নাম দেওয়া হয়েছে ‘হাফ ফার্স্ট লুক’। ক্যাপশনে লেখা, ‘কে আসছে? নায়ক নাকি খলনায়ক? রক্ষক নাকি ভক্ষক? জানতে পারবেন শীঘ্রই!
নিশোর এমন রূপে যারপরনাই মুগ্ধ অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘বস আফরান নিশো।’ কারও কথায়, ‘পোস্টার বলছে ব্যাপক থ্রিল হবে।’ অনেকেই জানিয়েছেন শুভকামনা।
‘আকা’ নিয়ে দর্শকের উচ্ছ্বাস প্রসঙ্গে ঢাকা মেইলকে ভিকি জাহেদ বলেন, ‘আমি এই মুহূর্তে দেশের বাইরে আছি। ফেসবুকে ঢোকা হয়নি। তবে জানতে পেরেছি দর্শকের আগ্রহের কথা। এটা নিঃসন্দেহে ভালো লাগার। আর নিশো ভাইয়ের সঙ্গে আমার জুটি জনপ্রিয়। এর আগে আমাদের কাজ দর্শকের মন ভরিয়েছে। দুই বছর আমাদের কাজ আসছে। তাছাড়া প্ল্যাটফর্মটা হইচই। অতএব দর্শকের উত্তেজনাটা স্বাভাবিক।’
এদিকে ‘আকা’র বিলম্বে মুক্তি নিয়ে মন্তব্যের ঘরে অভিযোগ জানিয়েছেন কেউ কেউ। জবাবে ভিকি বললেন, ‘এই কাজটার পেছনে যে এফোর্ট দেওয়া হয়েছে সাধারণত এরকম এফোর্ট ওয়েব কনটেন্টে দেওয়া হয় না। একটি ওয়েব সিরিজ বা ফিল্মের জন্য দুই মাসই যথেষ্ট। আর এটার পেছনে আমাদের গল্পটা ছয় মাসের। সেকারণেই কিছুটা বিলম্ব। আশা করি দেখার পর দর্শক ক্ষমা করে দেবেন আমাকে।’
‘আকা’তে নিশো ছাড়াও আছেন মাসুমা রহমান নাবিলা। আরও অভিনয় করেছেন সেমন্তী সৌমি। সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছেন ওয়েব সিরিজটি।