images

বিনোদন

স্নিগ্ধার বৃষ্টি বিলাস, বললেন নারীদের প্রশংসা বেশি পাচ্ছি 

বিনোদন প্রতিবেদক

০৯ আগস্ট ২০২৫, ০৭:১৭ পিএম

বেশ কিছুদিন ধরে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না মডেল স্নিগ্ধা চৌধুরীর। ওদিকে উড়ু উড়ু চাইছিল মন প্রকৃতির সান্নিধ্য। মনের চাহিদা মেটাতে গেল ৫ আগস্ট পরিবার নিয়ে যান গাজীপুরের একটি রিসোর্টে। 

বৃষ্টিও যেন চুপি চুপি পেয়েছিল স্নিগ্ধার আগমনের খবর। আর দেরি করেনি। সুন্দরীর সান্নিধ্য পেতে আকাশ-মাটি এক করে নামতে থাকে শ্রাবণধারা। ঝুম বৃষ্টির উসকানিতে নিজেকে সামলাতে পারেননি। স্নিগ্ধাও মেলে ধরেন স্নিগ্ধ সৌন্দর্য। দোহারা গড়নের লাস্যময়ী শুভ্র পোশাকে যখন বৃষ্টির সঙ্গে রোমান্সে ব্যস্ত তখন সে মুহূর্তগুলো ধারণ করেন তার ভাই।

528467660_3589206798053957_8981256934801850728_n

বৃষ্টিবিলাসের সেসব ছবি-ভিডিও স্বভাবসুলভভাবে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন স্নিগ্ধা। এরপর যা করার নেটাগরিকরাই করেছেন। ছবি ও রিল এত ভাইরাল হয়েছে যে জাকারবার্গের নীল সাদা দুনিয়া যেন বৃষ্টিস্নাত! ফেসবুকে ভেসে বেড়াচ্ছে লাস্যময়ী মডেলের ভেজা চুলের ঘ্রাণ। বৃষ্টিভেজা স্নিগ্ধার সে রূপে শুধু পুরুষ না, মুগ্ধ নারীরাও। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্থিরচিত্র ও ভিডিওর পেছনের গল্প এভাবেই ঢাকা মেইলকে শোনালেন স্নিগ্ধা। 

স্নিগ্ধার ছবি ও ভিডিওতে তুলনামূলক নারীদের ইতিবাচক প্রতিক্রিয়া বেশি। সমলিঙ্গের অনেকে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করেছেন। এটি এক ব্যতিক্রম অভিজ্ঞতা তার জন্য। 

528454605_3589206864720617_6453854243841187891_n

তিনি বলেন, ‘আমার ছবি-ভিডিওগুলোতে নারীদের প্রচুর মন্তব্য পাচ্ছি। সেগুলো ইতিবাচক ও প্রশংসা সূচক। আমাদের এখানে নারীরা নারীদের প্রশংসা করছে— খুব একটা দেখা যায় না। তবে আমার ছবি ও ভিডিওতে নারীদের মন্তব্য বেশি। উচ্চতা ও দৈহিক গড়নের প্রশংসা করেছেন অনেকে। আমাকে দেখে তারা অনুপ্রাণিত এটি খুব ভালো লাগছে।’

এদিকে নেটপাড়া যখন স্নিগ্ধার বৃষ্টিমাখা সৌন্দর্যে বুঁদ তখন জ্বরে কাতর এ মডেল। জানালেন ভাইরাল ফিভারে আক্রান্ত তিনি। সেদিনের বৃষ্টিতে ভেজার খেসারত। 

528337595_3589206808053956_7399156087448163358_n

লম্বা সময় ধরে শোবিজে সরব স্নিগ্ধা। কাজ করছেন মডেল হিসেবে, হাঁটছেন র‍্যাম্পে। চলচ্চিত্র তার স্বপ্ন। মাঝে রায়হান রাফীর একটি সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে যুক্ত হয়েছিলেন। সে সিনেমা আর এগোয়নি। কিন্তু থেমে যাননি স্নিগ্ধা। ফ্যাশন দুনিয়ায় দক্ষতা ও দ্যুতি ছড়িয়ে ব্যস্ততাকে সঙ্গী করে হাঁটছেন। পারফর্ম করছেন দেশ-বিদেশে।