images

বিনোদন

‘হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না’

বিনোদন ডেস্ক

০৭ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম

৫ আগস্ট (মঙ্গলবার) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় কনসার্টের। সেখানে গান পরিবেশন করেন বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ব্যান্ড। এ তালিকায় ছিল চট্টগ্রাম হিপহপ হুড নামে একটি গানের দল। র‍্যাপ সংগীত পরিবেশন করেছে দলটি। 

পরিবেশনের সময় অশালীন শব্দযোগের কারণে সমালোচিত হচ্ছে দলটি। সামাজিক মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে চট্টগ্রাম হিপহপ হুডের পবিশনের একটি অংশ। যেখানে গানের মাঝে প্রকাশ অযোগ্য শব্দ ব্যবহার করতে শোনা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের অনেকে। 

নিজের ফেসবুকে আসিফ আকবর লিখেছেন, ‘হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না। সাধু সাবধান ...’

অভিনেতা রওনক হাসান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এটা খুব ভালো হয়েছে! বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য চ্যানেল আমাদের নাটকে অমুক শব্দ তমুক শব্দ ব্যাবহার করা যাবে না বলে কিছু বলতে পারবে না আর। বললেই এই ভিডিও দেখিয়ে দেওয়া যাবে।’

এছাড়া অভিনেতা শামীম হাসান সরকার, কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া, সিঁথি সাহা, মৌমিতা বড়ুয়াসহ অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে চট্টগ্রাম হিপহপ হুডের সমালোচনায় মেতেছেন নেটিজেনরাও।