images

বিনোদন

নুসরাত ফারিয়া: রূপ যেন তার নায়েগ্রার জলপ্রপাত

বিনোদন ডেস্ক

০৬ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

একদিনের কারাবাসে যেন আহত চড়ুই হয়ে পড়েছিলেন নুসরাত ফারিয়া। নরম সৌন্দর্যের নারী জানিয়েছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত তিনি। কথা বলতে পারবেন না। সে ক্ষত সারতে সময় লেগেছে।

এখনও নীরবতা আকড়ে আছেন অভিনেত্রী। কিন্তু সৌন্দর্য যার নায়েগ্রার জলপ্রপাত তার নীরবতাও তো এক ধরনের সরবতা। হ্যাঁ, মুখে কিছু না বললেও সামাজিক মাধ্যমে নিয়মিত সৌন্দর্যের ভাষায় কথা বলছেন ফারিয়া। পাপড়ি মেলা ফুলের মতো নিজেকে মেলে ধরছেন। 

529441844_1305886450897198_9097768396895594207_n

এবারও ব্যতিক্রম হয়নি। আজ বুধবার নিজের ফেসবুকে দুটি স্থিরচিত্র প্রকাশ করেছেন বিউটি উইথ ব্রেন। যেখানে বাহ্যিক সৌন্দর্য ঠিকরে বের হচ্ছে। মনে হচ্ছে যেন মোঘল সম্রাটের রত্ন ভান্ডারে যত্নে গচ্ছিত রাখা সবচেয়ে দামি রত্ন এইমাত্র উন্মুক্ত করা হয়েছে। যার আলোয় আলোকিত জাকারবার্গের নীল-সাদা দুনিয়া। 

সোনার শরীরে যৌবন সামলানোর দায়িত্ব পেয়েছে এক বিঘত চোলি। বাহু ছুঁয়ে জন্ম সার্থক করেছে বাজু। হাত বন্ধ, চুড়ি যেন আহ্লাদে জড়িয়ে আছে নায়িকাকে। এলোচুলে কোমর বেকিয়ে ঠোঁটে মোনালিসার হাসি ধারণ করা ফারিয়া যেন উন্মত্ত পদ্মা। 

526217052_1300905938061916_2240563609827603056_n

অন্য এক ছবিতে ফারিয়ার চোখে যেন খেলা করছে হাওয়াই মিঠাই আহ্বান। মন্তব্যের ঘরে ঢু মারলে বোঝা যায় সে আহ্বানে পুড়তে আগ্রহী হাজারো নেটিজেন। কেউ লিখেছেন, ‘পড়ে না চোখের পলক।’ কেউ কেউ ভাষা হারিয়েছেন। ‘ওয়াও’ লিখে নিজেকে সামলেছেন। 

এদিকে অনেকের কৌতূহল নুসরাতের এই মোহনীয় সাজের পেছনের গল্প কী? পূর্ববর্তী পোস্ট দেখে বোঝা গেল, তিনি ‘দ্য কভার ২০২৫’ ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছেন। সেখানে এভাবেই নিজেকে মেলে ধরেছেন নুসরাত ফারিয়া।