বিনোদন ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম
ডিপফেক যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অভনেত্রীদের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি তাদের আপত্তিকর ভিডিও, ছবি প্রকাশ করা হচ্ছে সামাজিক মাধ্যমে। এবার এ তালিকায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নাম।
সোশ্যাল মিডিয়ায় বাঁধনের কিছু ডিপফেক ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে বোল্ড লুকে দেখা গেলেও ভালো করে খেয়াল করলে বোঝা যায় ছবিগুলো স্বাভাবিক না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাঁধন।
তার কথায়, ‘ছবিগুলো সম্পাদিত, ছবির মানুষটি আমি নই। আমাকে সামাজিক মাধ্যমে যেভাবে হেনস্তার চেষ্টা করা হয়, এটা তারই একটি অংশ—এর বাইরে কিছু নয়।’
আরও বলেন, ‘আসলে সমালোচনা কেউ নিতে পারে না। প্রতিবাদ করলে একটি পক্ষ ক্ষিপ্ত হয়, অপর পক্ষ খুশি হয়। আবার কারও সমালোচনা করলে তাদেরও সহ্য হয় না—তখন তারাও ক্ষিপ্ত হয়। আমাকে দলে টানতে না পেরে এসব করছে ওরা।’
এদিকে গতকাল ৫ আগস্ট ছিল ‘জুলাই বিপ্লবে’র বর্ষপূর্তি। গেল বছরের এই দিনে পতন ঘটে স্বৈরাচারী সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে গলা চড়িয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন।