images

বিনোদন

‘২০০৯ বাবা-মেয়ে, ২০১৬ স্বামী- স্ত্রী’, কার ছবি দিয়ে লিখলেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক

০২ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত রিমু রোজা খন্দকার। সমসাময়িক বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন। পাশাপাশি পেশাগত খবরাখবরও দেন, সহকর্মীদের সঙ্গে ছবি প্রকাশ করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। 

এবার রিমু নিজের ফেসবুকে প্রকাশ করছেন অভিনেতা হাসান মাসুদের সঙ্গে কয়েকটি ছবি। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে নাটকের দৃশ্য। বিভিন্ন সময় হাসান মাসুদের সঙ্গে বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন রিমু। মূলত সেটিই প্রকাশ করেছেন।

527691103_24378167861842236_7623225199080273266_n

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘২০০৯ বাবা-মেয়ে, ২০১৬ স্বামী- স্ত্রী কিন্তু আজ (২০২৫) অফিস কলিগ। কিন্তু মানুষটা একজনই। হাসান মাসুদ ভাই।’ মন্তব্যের ঘরে অনেকেই চরিত্রাভিনেত্রী হিসেবে প্রশংসা করেছেন রিমুর। 

সোনালী দিনের চলচ্চিত্রাভিনেত্রী টিনা খানের মেয়ে রিমু। মাকে হারিয়েছেন শৈশবে। বাবাও বেঁচে নেই। নেই কোনো ভাইবোন। বিয়ের পিঁড়িতেও বসেননি। করছেন একাকী জীবন যাপন। সে জীবএন্র হাসি, আনন্দ ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে।