images

বিনোদন / জাতীয়

জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ: সংস্কৃতি উপদেষ্টা

ঢাকা মেইল ডেস্ক

০২ আগস্ট ২০২৫, ০৭:১৫ এএম

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ ও প্রতিবাদের প্রবল উচ্চারণ। আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে। জুলাই আমাদের চেতনা ও প্রেরণা। 

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী ‘জুলাই জাগরণ কালচারাল ফেস্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই আমাদের চেতনা ও প্রেরণা। ২৪’র জুলাইয়ে আবারও আমাদের তরুণরা রক্তস্নাত এ ভূমিতে মুক্তির বীজ বপন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নূরুল ইসলাম, সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ প্রমুখ বক্তব্য দেন।

চার দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, স্টল, গ্রাফিতি অঙ্কনসহ নানা অনুষঙ্গ সন্নিবেশ করা হয়েছে।

/এএস