images

বিনোদন

জামিন পেলেন রাজকুমার রাও

বিনোদন ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সম্প্রতি বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেফতার এড়াতে গত ২৮ জুলাই তড়িঘড়ি করে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আত্মসমর্পণের পর ১ আগস্ট এ মামলার শুনানির জন্য দিন ধর্য্য করেন আদালত।

গত সপ্তাহে নির্ধারিত শুনানির জন্য আজ শুক্রবার পাঞ্জাবের জালন্ধরের আদালতে হাজির হন রাজকুমার। অভিনেতার পক্ষের আইনজীবী এবং বাদী পক্ষের শুনানি শেষে অভিনেতাকে জামিন দিয়েছেন জালন্ধরের আদালত। 

জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!

খবর, ২০১৭-য় ‘বহেন হোগি তেরি’ ছবিতে শিব সেজে বাইকে বসার জন্য! এই দৃশ্য হিন্দুধর্মকে অসম্মান করেছে, তখনই দাবি তুলেছিল স্থানীয় শিবসেনা। রাজনৈতিক দলটি জলন্ধর আদালতে ছবির পরিচালক, প্রযোজক এবং নায়ক-নায়িকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। 

Razkumar_shov

অভিযোগ প্রসঙ্গে রাজকুমার তাঁর আইনজীবীর মাধ্যমে গণমাধ্যমকে জানান, তিনি তো শুধু একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেটিও ছিল এক যাত্রাদলে শিব ঠাকুরের রূপ ধারণ করা এক যুবকের ভূমিকায়। এটি একেবারে সৃজনশীল উপস্থাপনা, উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। 

তিনি আরও বলেছেন, ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে এবং তিনি ভারতীয় সংবিধানের ১৯(১)(ক) ধারা অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা রাখেন।  

২০১৭ সালে শিবসেনার পক্ষ থেকে রাজকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের তালিকায় আরও ছিলেন ছবির পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, নায়িকা শ্রুতি হাসান। তবে শ্রুতি হাসান ইতিমধ্যেই এই মামলা থেকে অব্যহতি পেয়েছেন। কারণ, তদন্তে প্রমাণ মেলেনি যে তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।

ইএইচ/