images

বিনোদন

জনপ্রিয় টিকটকার গ্রেফতার

বিনোদন ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ১১:৫৯ এএম

‘প্র্যাঙ্ক’ ভিডিওর জন্য পরিচিত টিকটকার হেস্টন কবকে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকার অ্যারিজোনা রাজ্য থেকে জনপ্রিয় এ টিকটকারকে গ্রেফতার করে পুলিশ। গত ২৩ জুলাই তাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে চুরিসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আমেরিকা গণমাধ্যম।

হেস্টন কব সোশ্যাল মিডিয়াতে ‘হেস্টন জেমস’ নামে পরিচিত। 

অ্যারিজোনা রাজ্যের ম্যারিকোপা কাউন্টির শহর টেম্প পুলিশ জানিয়েছে, একদল পুরুষ কর্মচারীদের মতো পোশাক পরে তাদের দোকানে প্রবেশ করছে এবং কর্মচারীদের জন্য নির্ধারিত এলাকায় ঢুকে পড়ছে। তবে হেস্টন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সরাসরি অস্বীকার করছেন।

জানা গেছে, হেস্টন জেমস নামক টিকটক অ্যাকাউন্টটি সামাজিকমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে। তবে তাঁর ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও সক্রিয় রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে তাঁর অনুসারীর সংখ্যা যথাক্রমে ৭৮ হাজার এবং ইনস্টাগ্রামে ১২ লাখের বেশি। নিউজ ন্যাশনের তথ্য অনুযায়ী, তাঁর টিকটক অ্যাকাউন্টে ১৬ লাখ অনুসারী ছিল।

পুলিশ জানিয়েছে, হস্টিনের নিজের পোস্ট করা ভিডিওগুলোই অভিযোগের প্রমাণ হিসেবে ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ জুলাই) তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। 

আমেরিকার অন্য একটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে গ্রেফতারের দুইদিন পর অথাৎ ২৫ জুলাই জামিনে মুক্তি পেয়েছেন হেস্টন কব।  

ইএইচ/