images

বিনোদন

জনপ্রিয় অভিনেতা মারা গেছেন

বিনোদন ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ১১:২৪ এএম

মিশরীয় চলচ্চিত্র অভিনেতা লুতফি লাবিব মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর গতকাল বুধবার (৩০ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। 

অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির শোবিজ অঙ্গনে। এক বিবৃতিতে মিশরের অভিনেতা সংঘের সভাপতি আশরাফ জাকি বলেন, ‘লুতফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ অভিনেতা সংঘের পক্ষ থেকে বলা হয়, তাঁর মৃত্যুতে শিল্পী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। 

লুতফি লাবিবের অকালমৃত্যুর কারণে আগামী ৬ অক্টোবর ‘সিনিয়র আর্টিস্টস রেসিডেন্স’-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি স্থগিত করেছে অভিনেতা সংঘ। 

lutfi-ezgif.com-avif-to-jpg-converter

লুতফি লাবিব ১৯৪৭ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে থিয়েটার আর্টস ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অভিনয় জীবন শুরুর আগে তিনি ছয় বছর সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। তারপর চার বছর বিদেশে কাটান। অনার্স শেষ করে ১৯৮১ সালে ‘দ্য বাল্ড সিঙ্গার’ নাটকের মাধ্যমে মঞ্চে অভিনয় দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু সামন এগিয়ে গেছেন। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশনে।

পর্দায় তিনি বেশিরভাগ সময় পার্শ্বচরিত্রে অভিনয় করতেন। তবুও তাঁর হাস্যরস অভিনয়ের কারণে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। দীর্ঘ চার দশকের বেশি অভিনয় জীবনে তিনি ২০০টিরও বেশি প্রযোজনায় অভিনয় করেছেন।

তাঁর উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘মাওলানা’ (২০১৬), ‘লাহাজাত হারেগা’, ‘কেদা রেদা’ (২০০৭), এবং ‘আফারিত এল-অ্যাসফাল্ট’ (১৯৯৬) ।  

ইএইচ/