বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। মুহূর্তেই যেকোনো ব্যক্তির ছবি ও ভিডিও বানিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়। ফলে যে কেও বিড়ম্বনার শিকার হতে পারেন। এবার ডিপফেক ভিডিওর কারণে বিড়ম্বনায় পড়ছেন সাদিয়া আয়মান।
মঙ্গলবার (২৯ জুলাই) এক ফেসবুক পোস্টে অভিনেত্রী এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন হওয়ার আহ্বান করেন। একইসঙ্গে যারা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে ডিপফেক ছবি-ভিডিও ছড়িয়ে দিচ্ছে তাঁদেরকেও সতর্ক করেছেন।

ওই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কিছু কিছু পেইজ আছে যারা সেলিব্রিটিদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওঁরা আমার ছবি বানিয়ে ছাড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তাঁরা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওঁদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।’
এরপর তিনি যোগ করেন, ‘কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনও এআই চিনতে পারে না বা বোঝে না! তাঁরা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে! এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব এআই এডিটেড ছবি ও ভিডিও-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না। আল্লাহর দোহাই লাগে!’

সবশেষে সাদিয়া আইয়াম লেখেন, ‘আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট একটা অনুরোধ ‘যদি কখনও এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে। তাহলে পোস্ট ও পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন।’ আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।’
ইএইচ/